কিছু ক্রিকেটারের পরিবারও তাদের পাকিস্তানে যেতে দিতে চাচ্ছে না
অনেক ক্রিকেটারের পরিবার পাকিস্তানে বেশিদিনের সফরে তাদের যেতে দিতে রাজি নয়। এছাড়া কোচিং স্টাফের অনেক সদস্যও পাকিস্তান সফরে যেতে রাজি নন। আর তাই পাকিস্তানের টি-২০ সিরিজ খেললেও এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মিরপুরে সাংবাদিকদের এসব কথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, কোচিং স্টাফের অনেকে আগেই জানিয়েছে তারা পাকিস্তানের যেতে চায় না। এছাড়া কয়েকজন ক্রিকেটারও যেতে চাচ্ছে না; গেলেও লম্বা সময়ের জন্য যেতে চায় না। আমরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। যার ফলে দেখা গেছে খেলোয়াড়দের অনেকের পরিবার এবং আত্মীয়-স্বজন চায় না, তারা পাকিস্তানের দীর্ঘ সময় থাকুক।
পাপন জানান, শিডিউল অনুযায়ী আমাদের যাওয়ার কথা। আমরা তাদের জানিয়েছি আপাতত টি-২০ সিরিজটি সেখানে খেলবো। এই সিরিজটি আমাদের পরবর্তী সময়ে হয়তো সেখানে লম্বা সফরের বিষয়ে ভাবতে সহযোগিতা করবে।
পাকিস্তান সফরে যাওয়ার বিষয়ে বিসিবির কাছে এখন দুটি বিষয় বিবেচ্য বলে জানান বোর্ড সভাপতি। একটি হলো- ক্রিকেটার এবং কোচিং স্টাফ। সফরের জন্য ভালো ক্রিকেটার পেলে আমরা যাবো। আরেকটি হলো সরকারের তরফ থেকে নিরাপত্তা ছাড়পত্র।